|
রোমাঞ্চকর জয় জার্মানির
ক্রীড়া ডেস্ক
|
|
দুঃস্বপ্নের মতো কেটেছে ২০১৮ সালটা, দলের বাজে পারফরম্যান্সে জার্মান কোচ জোয়াকিম লোয়ের সময়টাও আসছিল ফুরিয়ে। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয়, সেটাও রোববার রাতে ইউরো-২০২০ বাছাইপর্বে হল্যান্ডের বিপক্ষে। যদিও আমস্টারডামে ডাচদের দুর্দান্ত পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছিল, জার্মানির কোচের চেয়ারে লো’র ১৩ বছরের রাজত্বকাল শেষ হলো বলে! এরপরই হঠাৎ দৃশ্যপটে পরিবর্তন, জার্মান কোচের অনভিজ্ঞ-তরুণ একাদশ জ্বলে উঠল। নিকো শুলজের অন্তিম মুহূর্তের গোল চারবারের বিশ^চ্যাম্পিয়নদের উপহার দিল ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর এক জয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |