ভোট গণনার আর কত দেরি?
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৫:৪৮ পিএম

নির্বাচনের তিন দিন পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। যে পরিমাণ ভোট গণনা ও ফল জানা গেছে তাতে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা চূড়ান্ত করে বলা যাচ্ছে না।
ভোট গণনার আর কত দেরি?

ভোট গণনার আর কত দেরি?

বিশেষজ্ঞরা বলছেন, মহামারির কারণে এ বছর ভোট গণনায় প্রচুর সময় লাগছে। বিপুল পরিমাণ ডাক ভোটও একটি কারণ। এখনও বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা চলছে। কিন্তু ভোট গণনা শেষ হলেই কি চূড়ান্ত ফল জানা যাবে? অনেকেই বলছেন, ডোনাল্ড ট্রাম্প যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আদালত যদি মামলা গ্রহণ করে নেয়, তা হলে চূড়ান্ত ফলাফল সহসাই ঘোষণা করা সম্ভব হবে না।

জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, নেভাদা, নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। এই অঙ্গরাজ্যগুলোর ফল প্রকাশিত হলে জানা যাবে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে বিষয়টি যদি আদালতে গড়ায় তাহলে ম্যাজিক ফিগার পেয়েও নিজেকে জয়ী বলতে পারবেন না বাইডেন। অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের রায়ের।

এপি ও ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, বাইডেনের ইলেক্টোরাল ভোট ২৬৪ হলেও সিএনএন-সহ অন্যান্য জরিপ অনুযায়ী বাইডেনের ইলেক্টোরাল ভোট ২৫৩টি। এপি ও ফক্স নিউজের পূর্বাভাসে অ্যারিজোনায় বাইডেনকে জয়ী বলা হলেও সেখানে শেষ খবর অনুযায়ী কয়েক লাখ ভোট গণনা বাকী। ১১ ইলেক্টোরাল ভোটের এই অঙ্গরাজ্যে আদতেও বাইডেন জিতবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে এখন চারটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যের ফলাফলের দিকে নজর সবার। জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া এবং অ্যারিজোনায়।

ডেল্টা টাইমস্/এম আর/এস এ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com