বাইডেনের নিরাপত্তা জোরদার করছে গোয়েন্দা বিভাগ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ডোনাল্ড ট্রাম্পের থেকে ব্যবধান বেড়ে গেছে। যেকোনো সময় নিজেকে বিজয়ী দাবি করতে পারেন জো বাইডেন । শুক্রবার (৬ নভেম্বর) থেকে য্ক্তুরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ‘তার নিরাপত্তা জোরদার করছে’। ![]() বাইডেনের নিরাপত্তা জোরদার করছে গোয়েন্দা বিভাগ ওয়াশিংটন পোস্ট জানায়, বাইডেনের প্রচার শিবির থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে শুক্রবার দিনের শুরুতে তিনি বক্তৃতা দিতে পারেন বলে জানানো হয়েছে। তারপরই গোয়েন্দা সংস্থা বাইডেনের নিরাপত্তা জোরদার করতে এজেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটির মুখপাত্র ক্যাথেরিন মিলহয়েন বলেন, জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের নিরাপত্তা আয়োজন কেমন হবে তা নিয়ে কোনো তথ্য সংস্থা থেকে দেওয়া হয় না। উল্লেখ্য, ডেলাওয়ারের উইলমিংটনে একটি কনভেনশন সেন্টারে থেকে এবার নির্বাচনী প্রচার এবং ভোট পর্যবেক্ষণ করছেন বাইডেন এবং তার দল। সেখানেই বাইডেনের শুক্রবার ভাষণ দেয়ার সম্ভাবনা আছে। ডেল্টা টাইমস্/এম আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |