আইরিশ পুলিশদের সাইট হ্যাক করে আলোচনায় বাংলাদেশি হ্যাকাররা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৩:২১ পিএম আপডেট: ২০.১২.২০২০ ৩:২৩ পিএম

আইরিশ পুলিশ প্রতিনিধিদের সংগঠন গরদা রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (জিআরএ)-এর ওয়েবসাইট হ্যাক করে দেশটিতে হইচই ফেলে দিয়েছেন বাংলাদেশের তরুণ ‘দুষ্টু’ হ্যাকাররা। বছর দুই আগে তারা এই কাজ করলেও সংগঠনটির কর্মকর্তারা টেরই পাননি। বাংলাদেশি হ্যাকারদের পক্ষ থেকে একজন মুখপাত্র আইরিশ প্রযুক্তিবিদের কাছে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই তরুণেরা রাজশাহী বিভাগের একটি পলিটেকনিকের শিক্ষার্থী বলে জানা গেছে। তারা নিজেদের ‘এথিকাল হ্যাকার’ বলে পরিচয় দিয়ে থাকেন। অর্থাৎ তারা দাবি করে থাকেন, বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে মালিকদের সতর্ক করেন। বিনিময়ে কোনো অর্থ নেন না কিংবা ডেটা চুরি করেন না।

আইরিশ পুলিশদের সাইট হ্যাক করে আলোচনায় বাংলাদেশি হ্যাকাররা

আইরিশ পুলিশদের সাইট হ্যাক করে আলোচনায় বাংলাদেশি হ্যাকাররা

আয়ারল্যান্ডের একজন প্রযুক্তবিদ সম্প্রতি সাইট হ্যাকিংয়ের বিস্তারিত উদ্ঘাটন করে একটি আইরিশ ওয়েবসাইটে প্রকাশ করেন। সেই তথ্য এই প্রতিবেদকের হাতে আসার পর অনুসন্ধান চালানো হয়।

তিনি নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা যা করেছি, সেটি হয়তো অনৈতিক ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য সৎ ছিল। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আমরা কোনো তথ্য চুরি অথবা ডিলিট করিনি।’

আয়ারল্যান্ডের ওই প্রযুক্তিবিদও এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন, ‘হ্যাকাররা ওয়েবসাইট থেকে কোনো তথ্য ডিলিট করেনি; কিংবা কিছু ডাউনলোডও করেনি বলে মনে হচ্ছে। তারা শুধুমাত্র কিং.টেক্সট নামের একটি ফাইল সার্ভারে লিখে দেয়, যাতে হ্যাকিংয়ের বিষয়টি বোঝা যায়।’
আয়ারল্যান্ডের ১১ হাজার পুলিশের এই সংগঠনও এখন হ্যাকিংয়ের বিষয়টি বুঝতে পেরেছে। তারা এ জন্য দুঃখ প্রকাশও করেছে।




ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com