|
ইন্স্যুরেন্স সেবাকে সহজ আর বিশ্বাসযোগ্য করে তোলার ১২ বছর
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ইন্স্যুরেন্স সেবাকে সহজ আর বিশ্বাসযোগ্য করে তোলার ১২ বছর স্কয়ার, ব্র্যাক ও এপেক্সের মতো শীর্ষ কোম্পানির সমর্থন নিয়ে গার্ডিয়ান দেশের মানুষের ইন্স্যুরেন্স সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করে। আজকে গার্ডিয়ানকে আলাদা করেছে তাদের আধুনিক পণ্য, কঠোর নিয়মনীতির অনুসরণ, ভালো ব্যবস্থাপনা এবং সবচেয়ে বড় কথা—গ্রাহকদের জন্য সহজ ও নির্ভরযোগ্য সেবা। গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “আমরা ইতোমধ্যেই ব্যাঙ্কান্স্যুরেন্স, মাইক্রোইন্স্যুরেন্স আর গ্রুপ ইন্স্যুরেন্স খাতে শীর্ষ স্থানে পৌঁছেছি। সামনে আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর সমাধান, ডিজিটাল সেবা আর গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন নিয়ে এগিয়ে যাওয়া। এই ১২ বছরে যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি তা কাজে লাগিয়ে আমরা চাই দেশের প্রত্যেক মানুষ যেন সহজেই ইন্স্যুরেন্স সেবা নিতে পারে।” প্রতিষ্ঠানটির গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, সহকর্মী ও অংশীদারদের প্রতি তিনি এ সময় তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, সবার সহযোগিতা ও আস্থার ওপর ভিত্তি করেই গার্ডিয়ান বর্তমানে এই পর্যন্ত আসতে পেরেছে। ভবিষ্যতেও এ আস্থা ও সহযোগিতা গার্ডিয়ানের আরও বড় সাফল্যের পথে অগ্রসর হওয়ার প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |