সোহেল তাজকে বিমানবন্দরে আটকানোর রহস্য এখনও অমীমাংসিত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সোহেল তাজকে বিমানবন্দরে আটকানোর রহস্য এখনও অমীমাংসিত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তিনি এ তথ্য জানান। কেন তাকে বিমানবন্দরে আটকে রাখা হয়েছে, এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, “এ বিষয়গুলো আগামীকাল (রবিবার) জানা যাবে।” রবিবারের (২৮ সেপ্টেম্বর) পর তিনি গণমাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন। সোহেল তাজ আরও বলেন, “আমি নিয়মিত যাই, গত ২০ বছরে অন্তত ২–৩ বার যেতেই হয়েছে। এ বছরের জুনেও গিয়েছি, এপ্রিল মাসেও গিয়েছিলাম।” প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। বিমানবন্দরে উপস্থিত হলে ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে তাকে ফেরত পাঠানো হয়। এদিকে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তার বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।” তিনি বলেন, সম্ভবত ঘটনা ঘটে বুধবার, তবে বিস্তারিত জানাননি এবং বলেন, “সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।” সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে পুনরায় একই আসন থেকে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। একই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন, যা প্রক্রিয়াগত কারণে তখন গ্রহণ করা হয়নি। পরে ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়। পরে তিনি অভিযোগ করেন, তার কাজে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে। এসব কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং এরপর রাজনীতিতে আর সক্রিয় হননি। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |