জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। এছাড়া জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলাতেও তার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |