বিএনপির মনোনয়ন কোন্দল, শরিকদের দৌড়ঝাঁপে তপ্ত রামগঞ্জ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৬:৫৪ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ৬:৫৫ পিএম

বিএনপির মনোনয়ন কোন্দল, শরিকদের দৌড়ঝাঁপে তপ্ত রামগঞ্জ

বিএনপির মনোনয়ন কোন্দল, শরিকদের দৌড়ঝাঁপে তপ্ত রামগঞ্জ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হচ্ছে। 

ফ্যাসিস্ট সরকারের পতনের পর এ আসনে রাজপথে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে অভ্যন্তরীণ কোন্দল এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীদের ঘিরে তৃণমূলে বিভাজন তৈরি হয়েছে। এই কোন্দলকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বাধীন ১২-দলীয় জোটের শরিক দল বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম সক্রিয়ভাবে মাঠে কাজ শুরু করেছেন। 

তাঁর অনুসারীরা ইতিমধ্যেই প্রচার চালাচ্ছেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকেই জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। বিষয়টি স্থানীয় পর্যায়ে বিভ্রান্তি তৈরি করেছে। 

তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরিষ্কারভাবে জানিয়েছেন, এখন পর্যন্ত কাউকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। 

গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। উপযুক্ত সময়েই দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করে যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। আপাতত কাউকেই ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়নি।” 

একই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ৩ অক্টোবর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, “বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রত্যেক আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছেন। খুব শিগগিরই আসনভিত্তিকভাবে একক প্রার্থীকে মাঠে কাজের অনুমোদন দেওয়া হবে, তবে তা হবে তফসিল ঘোষণার পর।” আসনের প্রেক্ষাপট রামগঞ্জ উপজেলা ও ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত লক্ষ্মীপুর-১ আসন। এই আসনটি বরাবরই বড় রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ। বিগত ১২টি সংসদ নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ ও তরিকত ফেডারেশনের প্রার্থীরাই পালাক্রমে জয়ী হয়েছেন। 

সম্ভাব্য প্রার্থীরা ও তাঁদের অবস্থান হারুনুর রশিদ হারুন (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুন বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি রামগঞ্জে তাঁর পারিবারিক ও রাজনৈতিক শিকড় গভীর। তিনি ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক পান এবং দলীয় ত্যাগ ও সাহসিকতার জন্য তৃণমূলে শ্রদ্ধার পাত্র। বিগত সরকারবিরোধী প্রতিটি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন, কারাভোগ করেছেন, কিন্তু দলীয় কার্যক্রম থেকে বিচ্যুত হননি। সংগঠন, কর্মীদের মনোবল ও কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে তিনি প্রমাণ করেছেন দক্ষ নেতৃত্বের পরিচয়। 

মোজাম্মেল হক মজু (বিএনপি) রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু তৃণমূলের পরিচিত মুখ। দীর্ঘদিন দলের দুঃসময়ে কর্মীদের পাশে ছিলেন এবং স্থানীয় আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি সহজলভ্য, পরিশ্রমী ও তৃণমূলভিত্তিক নেতা হিসেবে পরিচিত। 

জহিরুল ইসলাম (বিএনপি) একজন ব্যবসায়ী থেকে রাজনীতিতে আগ্রহী নবীন মুখ। ব্যবসায়িক পরিচিতি ও সম্পর্ক কাজে লাগিয়ে তিনি স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করতে চেষ্টা করছেন। যদিও তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রতি আগ্রহ বাড়ছে, তিনি এখনো পুরোপুরি সংগঠনিকভাবে প্রতিষ্ঠিত নন। 

ইয়াছিন আলী (বিএনপি) বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের তরুণ নেতা ইয়াছিন আলী তৃণমূল পর্যায়ে সক্রিয়। তিনি মিছিল–সমাবেশে অংশ নিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করে আসছেন। যদিও এখনই মনোনয়ন প্রত্যাশী নন, তাঁর সাংগঠনিক ত্যাগ ও সক্রিয়তা ভবিষ্যতে রাজনৈতিক সম্ভাবনা তৈরি করছে। 

মাশফিকুল হক জয় (বিএনপি) প্রয়াত প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয় পরিবারিক রাজনৈতিক ঐতিহ্যকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তরুণ ভোটারদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে, তবে বিশ্লেষকদের মতে, স্থায়ী রাজনৈতিক প্রভাব তৈরিতে ধারাবাহিক সংগঠনিক উদ্যোগ প্রয়োজন। 

শাহাদাত হোসেন সেলিম (বিএলডিপি) বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ও ১২-দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম কেন্দ্রীয় রাজনীতিতে পরিচিত মুখ। তিনি দলের প্রশাসনিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। স্থানীয়ভাবে বিএনপির একটি অংশের সহানুভূতি থাকলেও নিজ দলীয় ঘাঁটি দুর্বল। বিএনপি শরিক দলকে আসন ছাড়লে তাঁর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 

নাজমুল হাসান পাটওয়ারী (জামায়াতে ইসলামী) জামায়াতের উপজেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন তৃণমূলে কাজ করে তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী। বিএনপি–জামায়াত জোটের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঐক্য বজায় রাখছেন। 

মাহবুব আলম (জাতীয় নাগরিক পার্টি) জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং প্রভাবশালী পরিবার থেকে আসা একজন তরুণ নেতা। তিনি সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস প্রার্থী। শিক্ষা জীবন শেষে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব উলংগং থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। রাজনৈতিকভাবে সংগঠিত, শিক্ষিত ও উদ্যমী নেতৃত্ব হিসেবে তিনি স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। 

জাকির হোসেন পাটওয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ইসলামী আন্দোলনের জেলা সহসভাপতি জাকির হোসেন পাটওয়ারী ইসলামী আদর্শ ও সামাজিক উন্নয়নের প্রচারে সক্রিয়। স্থানীয় পর্যায়ে ধারাবাহিক দাওয়াতি ও সংগঠনিক কাজের মাধ্যমে তিনি প্রভাবশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। 

মাহমুদুর রহমান মাহমুদ (জাতীয় পার্টি) জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ও লক্ষ্মীপুর জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। 

উপসংহার: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিএনপি, জামায়াত, বিএনপি-শরিকদল ও জাতীয় পার্টি—সব দলেরই একাধিক প্রার্থী মাঠে সক্রিয়। তৃণমূলের দ্বন্দ্ব, শরিক দলের চাপ ও প্রার্থীদের পাল্টাপাল্টি অবস্থান—সব মিলিয়ে এ আসনটি আগামী নির্বাচনে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। 


ডেল্টা টাইমস্/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com