টাঙ্গাইলে বজ্রপাতে চার দোকান ও তুলার কারখানায় আগুন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() টাঙ্গাইলে বজ্রপাতে চার দোকান ও তুলার কারখানায় আগুন রোববার (৫ অক্টোবর) রাতে উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আমিনবাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সূত্র জানায়, রোববার রাতে হঠাৎ ফুলবাড়ী গ্রামের আমিনবাজারে প্রথমে তুলার কারখানায় আগুন লাগে। পরে সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে ঘাটাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহত হয়নি। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |