একসঙ্গে গণভোট ও সংসদ নির্বাচন হলে বিলম্ব এড়ানো সম্ভব
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:৪৩ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৩:৪৪ পিএম

একসঙ্গে গণভোট ও সংসদ নির্বাচন হলে বিলম্ব এড়ানো সম্ভব

একসঙ্গে গণভোট ও সংসদ নির্বাচন হলে বিলম্ব এড়ানো সম্ভব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যদি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করা যায়, তাহলে কোনো পক্ষ নির্বাচন পেছানোর সুযোগ পাবে না। তিনি দাবি করেন, নির্বাচন যেনই হোক, এতে বিলম্বের সুযোগ রাখা উচিত নয়।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচন’ বিষয়ক আলোচনায় তিনি বলেন, নির্বাচন চ্যালেঞ্জ নয়; যারা নির্বাচন বিলম্ব করতে চান, তারাই চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে একই সময়ে গণভোট নেওয়া যায়, এতে জনসম্পৃক্ততা কমে না, বিভ্রান্তি ছড়ায় না। স্থানীয় নির্বাচনে একাধিক ব্যালটে ভোট দেয়ার অভিজ্ঞতা রয়েছে, সেখানে জনগণ বিভ্রান্ত হয় না। তাই দু’টি সিদ্ধান্তের জন্য ভিন্ন দিন নয়, একই দিনে ভোট নেওয়া যেতে পারে।

সালাহউদ্দিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া উচিত একটি গণভোট আয়োজনের। তিনি আশ্বাস দেন, জনগণ এতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর জন্য নানা অজুহাত দেওয়া হবে। এ ধরনের চক্রান্তকারীদের সাবধান করে তিনি বলেন, তারা যেন অতিরিক্ত জটিলতা সৃষ্টি না করে।

সালাহউদ্দিন দাবি করেন, বাইরে থেকে পাঠানো গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে মূল্যহীন। পরিবর্তনের আহ্বান দিয়ে, তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য বজায় থাকলে কোনো সংকট হবে না।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com