নির্বাচনের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পরিচালক বদল!
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() নির্বাচনের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পরিচালক বদল! তিন ক্যাটাগরি থেকে বিসিবিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুজন পরিচালক মনোনয়ন দেয়। এনএসসি থেকে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে এই দুজনের কেউই ক্রিকেট বা ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত মুখ নন- এমন আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশফাক আহসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসে। জুলাই বিপ্লবের অন্যতম অগ্রপথিক আসিফ মাহমুদ সজীব ভূইয়া বর্তমানে এনএসসির চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান থেকে বিসিবিতে এমন মনোনয়ন নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সমালোচনার জেরেই জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদে পরিবর্তন আসছে। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইশফাকের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ আরেকজন পরিচালক মনোনয়ন দেবে। আগামীকালই এই মনোনয়নপত্র ইস্যু করা হবে।’ এবারের বিসিবি নির্বাচন শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনায় ঘেরা। ফেডারেশনের অভিভাবক সংস্থা এনএসসির মনোনীত পরিচালক ২৪ ঘণ্টার মধ্যেই বদলের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে চলতি বছরই এনএসসি ফারুক আহমেদকে পরিচালক পদ থেকে প্রত্যাহার করে নেয়। এর ফলে ফারুক সভাপতি পদ থেকেও অপসারিত হন। তার স্থলাভিষিক্ত হন আমিনুল ইসলাম বুলবুল। এবারের নির্বাচনে এনএসসি-মনোনীত পরিচালক বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে অংশ নেন এবং সেই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন। পরে তিনি পুনরায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, যিনি সভাপতি থেকে অপসারিত হওয়ার পর আদালতে রিট করেছিলেন এবং বিসিবি ও এনএসসি নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেছিলেন, সেই ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরি থেকে এবার আবারও বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে সহ-সভাপতি হয়েছেন। বাংলাদেশের কোনো ক্রীড়া ফেডারেশনে সভাপতি থেকে বিদায় নেওয়ার পর সহ-সভাপতির দায়িত্ব গ্রহণের নজির সাম্প্রতিক তো দূরের কথা, অতীতেও নেই। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |