নির্বাচনে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ, যা বললেন বিসিবি সভাপতি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() নির্বাচনে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ, যা বললেন বিসিবি সভাপতি রোববার (৫ অক্টোবর) তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি স্মারক লিপি পাঠিয়েছে। ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস’-এর পক্ষ থেকে পাঠানো স্মারক লিপিতে স্বাক্ষর করেছেন বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু। ক্লাবগুলোর দাবি, ক্রীড়া মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন। যদিও নাম প্রকাশ না করলেও, প্রায় সবাই জানেন তিনি হলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সামনে বিষয়টি ওঠে। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে সবসময় সহযোগিতা করেছেন। আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তিনি মন্ত্রী পদমর্যাদার মানুষ। রাত-বিরাতে বিভিন্ন জায়গায় গিয়েছেন যাতে সুষ্ঠু নির্বাচন হয়। আর আমার কাছে কোনো প্রকার প্রভাব খাটানোর বিষয় মনে হয়নি।’ বুলবুল আরও জানান, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নই তার একমাত্র লক্ষ্য। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া উচিত। আমাকে যারা ভোট দেবেন বা দেবেন না, যারা মনে করেন আমি যথেষ্ট ভালো নই—আমি যে কোনো সময় চলে যেতে রাজি। আমার একটাই লক্ষ্য, বাংলাদেশ ক্রিকেট।’ ফারুক আহমেদ বিসিবির সভাপতির পদ থেকে অপসারিত হলে স্বল্প সময়ের জন্য দায়িত্ব নেন বুলবুল। আগামীকালের নির্বাচনের মধ্য দিয়ে সেই দায়িত্ব আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষে বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই তিনি কাজ করে যেতে চান। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |