লুটপাটে উন্নয়ন নয়, চাই ইসলামি শাসন: রামগঞ্জে ফয়জুল করীমের গর্জন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
|
![]() মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মুফতি ফয়জুল করীম বলেন, “বিগত সময়ে যারা নির্বাচিত হয়েছেন, তারা উন্নয়নের নামে লুটপাট করেছেন। এ উন্নয়ন আসলে শুভংকরের ফাঁকি মাত্র। তারা নির্বাচিত হয়ে ঘুষ, মদ, বেহায়াপনা ও লুটপাটের লাইসেন্স দিয়েছেন এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমন উন্নয়ন আমরা চাই না।” তিনি বলেন, “পরিপূর্ণ ইসলামি শাসন প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। তাই সবাইকে হাতপাখা মার্কায় ভোট দিতে হবে।” সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ উপজেলা সভাপতি ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের দলীয় প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি আলহাজ মাওলানা মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। ডেল্টা টাইমস্/ওমর ফারুক পাটোয়ারী/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |