তথ্য ফাঁসের অভিযোগে নরসিংদী বিএনপির নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:৫৭ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ৭:০১ পিএম

তথ্য ফাঁসের অভিযোগে নরসিংদী বিএনপির নেতাকে শোকজ

তথ্য ফাঁসের অভিযোগে নরসিংদী বিএনপির নেতাকে শোকজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নরসিংদী জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলীয় কেন্দ্রীয় কার্যালয়।

শনিবার (১৮ অক্টোবর) জারি করা ওই নোটিশে বলা হয়েছে, সম্প্রতি এক সভায় প্রকৌশলী বকুল দলীয় সিনিয়র নেতাদের অবমাননা করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্যে “শয়তানের দল”, “খুনি”, “১০ টাকার চাঁদাবাজ” ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন, যা সাংগঠনিক শিষ্টাচারবহির্ভূত এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

এছাড়া, তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ও “গ্রিন সিগনাল” সম্পর্কিত নিজের মতো করে তথ্য প্রদান করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন—যা দলীয় গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য ফাঁসের শামিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, প্রকৌশলী বকুলের ওই বক্তব্যের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং তা দলের কাছে সংরক্ষিত রয়েছে।

নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে—কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। এই সময়সীমার মধ্যে লিখিত জবাব দলীয় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, শৃঙ্খলাভঙ্গের ঘটনাকে বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।


ডেল্টা টাইমস/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com