মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
আলী আজীম, মোংলা (বাগেরহাট):
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১১:২০ এএম

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম

মোংলা সরকারি কলেজ শাখার ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে মো. সাব্বির হোসেনকে সভাপতি এবং শামীম হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।দীর্ঘ ৪ বছর পর সরাসরি কমিটির অনুমোদন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. শাওন, নাইম মৃধা, শরিফুল ইসলাম, মেহরাব হোসেন অভি, তানভির হাসান সোহান ও ইউসুফ পারভেজ।

এছাড়াও তানভীরুল ইসলাম সৌরভকে সিনিয়র সহ-সভাপতি এবং রুহুল আমিন জমাদ্দার মুন্নাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন শামীম হোসেন সাগরসহ আরও ৯ জন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন ইমানুল হাওলাদারসহ ৬ জন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শিপন ব্যাপারী, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম অনিক, প্রচার সম্পাদক মো. রানা ফকির, দপ্তর সম্পাদক সাগর হাওলাদার এবং ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা আফরিন সান্না। সদস্য হিসেবে রয়েছেন মোস্তফা শেখ, সুজন মোল্লা, শাহরিয়ার সম্রাটসহ আরও ৬ জন।

নতুন কমিটির সভাপতি মো: সাব্বির হোসেন তার প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৪ জানুয়ারি আসলাম হোসেন চয়নকে আহবায়ক ও মো. সজীব মিয়া শান্তকে সদস্য সচিব করে মোংলা সরকারি কলেজে ছাত্রদলের ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে ছাত্রদলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এবার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা আসায় স্থানীয় ছাত্রদল কর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।


ডেল্টা টাইমস/আলী আজীম/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com