নীলফামারীতে ঘন কুয়াশা, সকালে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ এএম

নীলফামারীতে ঘন কুয়াশা, সকালে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে

নীলফামারীতে ঘন কুয়াশা, সকালে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে

উত্তরের জেলা নীলফামারীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে সকাল। দৃশ্যমানতা কমে যাওয়ায় শহরের রাস্তায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে শীতের আমেজও।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে শহরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনে কখনও রোদ, কখনও হালকা বৃষ্টি থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর শীতের মাত্রা বেড়ে যাচ্ছে।

মুন্সিপাড়া এলাকার বাসিন্দা হাসান আলী বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়েছি, কিন্তু ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়েছে।

জেলা শহরের ভ্যানচালক আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিন ভোরে ভ্যান নিয়ে বের হই। আজ সকালে কুয়াশায় চারপাশ ঢেকে গিয়েছিল, দূরে কিছুই দেখা যাচ্ছিল না। সবাই লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছিল।

ডিমলা উপজেলার কৃষক মমিনুর রহমান বলেন, ভোরবেলা কুয়াশায় চারদিক ঢাকা থাকে। ইতোমধ্যে শীত নেমে এসেছে। রাতে ও সকালে ঠান্ডা লাগে। মাঠে এখন শীতকালীন সবজি রোপণ শুরু হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার ঘনত্ব বেশি ছিল। আগামী কয়েক দিনে কুয়াশা ও শীত আরও বাড়তে পারে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com