খুবি ক্যারিয়ার ক্লাবের বক্তৃতা প্রতিযোগিতা, আবেদন ও ভিডিও জমার শেষ সময় কাল
খুবি প্রতিনিধি:
|
![]() খুবি ক্যারিয়ার ক্লাবের বক্তৃতা প্রতিযোগিতা, আবেদন ও ভিডিও জমার শেষ সময় কাল প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দের যেকোনো বিষয়ের ওপর সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও জমা দেবেন। বিচারকরা কন্টেন্ট, স্পিচ ডেলিভারি ও সামগ্রিক ইমপ্রেশনের ভিত্তিতে মূল্যায়ন করবেন। প্রতিটি সেগমেন্ট থেকে শীর্ষ আটজন করে প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হবেন। ফাইনাল রাউন্ডে প্রতিযোগীদের নির্দিষ্ট বিষয় দেওয়া হবে, যেখানে তারা লাইভ অডিয়েন্সের সামনে দ্রুত ভাবনা ও বক্তব্য প্রদানের দক্ষতা প্রদর্শন করবেন। অংশগ্রহণ শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। প্রতিটি সেগমেন্ট থেকে তিনজন করে বিজয়ী নির্বাচন করা হবে। রেজিস্ট্রেশন ও প্রথম রাউন্ডের ভিডিও জমা দেওয়ার শেষ সময় ২১ অক্টোবর ২০২৫, আর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে। আগ্রহীরা kuccofficial.com এ গিয়ে “পাবলিক স্পিকিং প্রুস ৩.০” সেকশনে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন। সফলভাবে রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারীরা একটি কনফার্মেশন মেইল পাবেন। সংগঠনটির সভাপতি জানান, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বক্তৃতা দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বৃদ্ধি করা একটি এমন প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তাদের কণ্ঠ ও ভাবনা গুরুত্ব পাবে। ডেল্টা টাইমস/সানজিদা/সিআর/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |