মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে তরুণের মৃত্যু, হতভম্ব জেনেভা ক্যাম্প
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে তরুণের মৃত্যু, হতভম্ব জেনেভা ক্যাম্প বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু আফতাব হোসেন জানান, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে ক্যাম্পের ভেতরে ঘুরতে গিয়েছিলেন জাহিদ। এ সময় সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের কাছে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |