প্রবাসীদের জন্য ডিজিটাল সুবিধা! আয়কর রিটার্নে এনবিআরের বড় পরিবর্তন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১২:৫৩ পিএম

প্রবাসীদের জন্য ডিজিটাল সুবিধা! আয়কর রিটার্নে এনবিআরের বড় পরিবর্তন

প্রবাসীদের জন্য ডিজিটাল সুবিধা! আয়কর রিটার্নে এনবিআরের বড় পরিবর্তন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করেছে। আগে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময় করদাতার মোবাইলে OTP পাঠানো হতো। নতুন ব্যবস্থায়, বিদেশে অবস্থানরতদের জন্য OTP ই-মেইলে পাঠানোর সুবিধা চালু করা হয়েছে।

এনবিআরের এক বার্তায় জানানো হয়েছে, চলতি করবর্ষ (২০২৫-২৬) ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া বাকিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে, অব্যাহতি পাওয়া করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআরের ই-রিটার্ন পোর্টাল এখন আগের চেয়ে সহজ, স্বয়ংক্রিয় ও ঝামেলাহীন। রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে করদাতারা তাৎক্ষণিকভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।

বিদেশে অবস্থানরত করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসার সিল কপি, ছবি এবং ই-মেইল ঠিকানা ereturn@etaxnbr.gov.bd-এ পাঠিয়ে আবেদন করতে পারবেন। যাচাই শেষে তাদের ই-মেইলে OTP ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হবে, যার মাধ্যমে সহজেই অনলাইনে রিটার্ন জমা দেওয়া সম্ভব।

এনবিআর জানিয়েছে, ই-রিটার্নে কোনো দলিল বা কাগজপত্র আপলোডের প্রয়োজন নেই; তবে করদাতাকে প্রয়োজনীয় কাগজপত্র নিজ হেফাজতে রাখতে হবে।

চলতি করবর্ষে ইতিমধ্যেই ৮ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা ই-রিটার্ন ব্যবস্থার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ।

জাতীয় রাজস্ব বোর্ড দেশ ও বিদেশে অবস্থানরত সকল সম্মানিত করদাতাকে ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com