পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮৬ হাজার টাকা জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮৬ হাজার টাকা জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীর হাতিরঝিলে পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। নারায়ণগঞ্জে ‘এস. এম. প্যাকেজিং’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পঞ্চগড়ে তিনটি ট্রাকের চালককে শব্দদূষণের জন্য ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি বায়ুদূষণ সৃষ্টির দায়ে দুই চালককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিন রোধে নিয়মিত অভিযান চলবে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |