শেখ বশিরউদ্দীন
শাহজালালে কার্গো এবং ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() শাহজালালে কার্গো এবং ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে বরাত দিয়ে শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে শেখ বশিরউদ্দীন আরও জানান- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো বিল্ডিং দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে বুয়েটের বিশেষজ্ঞ ফখরুল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্গো ভিলেজ কীভাবে দ্রুত চালু করা যায় তারা সে ব্যাপারে পরামর্শ দেবেন। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |