|
মঞ্জুরুল-জ্যোতিকে নিয়ে আরেক নারী ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মঞ্জুরুল-জ্যোতিকে নিয়ে আরেক নারী ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক রুমানা আহমেদ দাবি করেন, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে দল থেকে বের করে দেয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে সফলও হয়। রুমানা আহমেদ বলেন, ‘ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার জন্য উঠেপড়ে লেগেছে। সেটা সে সফল হয়েছে।’ তিনি প্রশ্ন তোলেন, ম্যানেজমেন্ট তাকে পারফর্মার বললেও ‘আনফিট’ বলে দল থেকে বাদ দিয়েছে। মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ এতদিন ধামাচাপা থাকার ঘটনায় রুমানা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মঞ্জুরুলের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন,‘আমার কাছে এটা কষ্টই লেগেছে যে, বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। আর ওনার (মঞ্জুরুলের) ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি, উনি এই টাইপের।’ তবে জাহানারার সঙ্গে যা করা হয়েছে, তা স্বচক্ষে দেখেননি বলেও উল্লেখ করেন রুমানা। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |