বগুড়ায় মেলার বিরুদ্ধে ভুয়া অভিযোগ, নিন্দা জানালো সাংবাদিক ইউনিয়ন
বগুড়া প্রতিনিধি:
|
![]() বগুড়ায় মেলার বিরুদ্ধে ভুয়া অভিযোগ, নিন্দা জানালো সাংবাদিক ইউনিয়ন সোমবার ( ২০ অক্টোবর) বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেছেন, মানববন্ধনের মাধ্যমে মেলার আয়োজনকে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রম হিসেবে প্রদর্শন করার যে চেষ্টা করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিদ্বেষমূলক। বগুড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন করেছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া, যা স্থানীয় সাংবাদিকদের কল্যাণ এবং স্বাধীন সাংবাদিকতার স্বার্থে নেতৃত্বদানকারী একটি সংগঠন। সংগঠনের প্রতিটি সদস্য আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, মানববন্ধনে অংশগ্রহণকারীদের বেশিরভাগই রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই মেলার বিরোধিতা করেছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়া এই ধরনের বিদ্বেষমূলক মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সবার কাছে আহ্বান জানিয়েছে, সাংবাদিক কল্যাণে আয়োজিত এই কুটির শিল্প মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলে সহযোগিতা করুন। ডেল্টা টাইমস/সিআর/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |