|
ডাক্তার শূন্য: চান্দেরচর স্বাস্থ্য উপকেন্দ্র থেকে চিকিৎসা বঞ্চিত হাজার হাজার মানুষ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
|
![]() ডাক্তার শূন্য: চান্দেরচর স্বাস্থ্য উপকেন্দ্র থেকে চিকিৎসা বঞ্চিত হাজার হাজার মানুষ গুরুত্বপূর্ণ পদে নেই কোনো জনবল স্বাস্থ্য উপকেন্দ্রটি তে এম,বি,বি,এস ডাক্তার, ডিএম,এফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি), ফার্মাসিস্ট এবং পরিচ্ছন্নতা কর্মীর মতো গুরুত্বপূর্ণ পদগুলো থাকলেও বর্তমানে এর কোনোটিতেই কোনো জনবল নেই। ফলে স্বাস্থ্যসেবা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। চিকিৎসক সংকটের কথা স্বীকার করলেন কর্তৃপক্ষ। এ বিষয়ে যোগাযোগ করা হলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ শহিদুল্লাহ মোবাইল ফোনে জানান, বর্তমানে হোমনায় চিকিৎসক সংকট চলছে। এই কারণে চান্দেরচর ইউনিয়নে কোনো ডাক্তার দেওয়া যাচ্ছে না। তবে, তিনি আশ্বস্ত করেছেন যে, নতুন টিএইচও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) জয়েন্ট করেছেন এবং স্যারের সাথে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। চান্দেরচর ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের এই নাজুক অবস্থা এলাকার জনগণের স্বাস্থ্যসেবার অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ করে স্বাস্থ্য উপকেন্দ্রটিতে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেল্টা টাইমস/আল্ আমিন/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |