ডাক্তার শূন্য: চান্দেরচর স্বাস্থ্য উপকেন্দ্র থেকে চিকিৎসা বঞ্চিত হাজার হাজার মানুষ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:২৭ পিএম

ডাক্তার শূন্য: চান্দেরচর স্বাস্থ্য উপকেন্দ্র থেকে চিকিৎসা বঞ্চিত হাজার হাজার মানুষ

ডাক্তার শূন্য: চান্দেরচর স্বাস্থ্য উপকেন্দ্র থেকে চিকিৎসা বঞ্চিত হাজার হাজার মানুষ

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের পদুয়ারামপুর গ্রামের কানাই সাহার বাড়ি সংলগ্ন স্বাস্থ্য উপকেন্দ্রটি বর্তমানে ডাক্তার শূন্য অবস্থায় রয়েছে। এতে করে এলাকার হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফার্মাসিস্ট মতিউর রহমানের মৃত্যুর পর প্রায় তিন মাস বন্ধ থাকার পর বর্তমানে শুধুমাত্র সপ্তাহে দুদিন স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলাম এটি খোলা রাখলেও বাকি দিনগুলোতে চিকিৎসা সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা।

​গুরুত্বপূর্ণ পদে নেই কোনো জনবল ​স্বাস্থ্য উপকেন্দ্রটি তে এম,বি,বি,এস ডাক্তার, ডিএম,এফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি), ফার্মাসিস্ট এবং পরিচ্ছন্নতা কর্মীর মতো গুরুত্বপূর্ণ পদগুলো থাকলেও বর্তমানে এর কোনোটিতেই কোনো জনবল নেই। ফলে স্বাস্থ্যসেবা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে।

​চিকিৎসক সংকটের কথা স্বীকার করলেন কর্তৃপক্ষ। ​এ বিষয়ে যোগাযোগ করা হলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ শহিদুল্লাহ মোবাইল ফোনে জানান, বর্তমানে হোমনায় চিকিৎসক সংকট চলছে। এই কারণে চান্দেরচর ইউনিয়নে কোনো ডাক্তার দেওয়া যাচ্ছে না। তবে, তিনি আশ্বস্ত করেছেন যে, নতুন টিএইচও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) জয়েন্ট করেছেন এবং স্যারের সাথে কথা বলে দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

​চান্দেরচর ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের এই নাজুক অবস্থা এলাকার জনগণের স্বাস্থ্যসেবার অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ করে স্বাস্থ্য উপকেন্দ্রটিতে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


ডেল্টা টাইমস/আল্ আমিন/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com