ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৮ এএম আপডেট: ১৯.১১.২০২৫ ১১:৫৬ এএম

ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য

ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে রাখা একটি লোকাল ট্রেনের বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

ঘটনাস্থল থেকে জানা গেছে, আগুন ছড়িয়ে পড়ার আগেই আরএনবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তদের ধাওয়া করা হলেও অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছার জন্য ওয়াশপিটে রাখা ছিল। ভোর সোয়া ৪টার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। টহলরত আরএনবি সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন। এর আগে বগির ২৭–৩২ নম্বর সিট পুড়ে যায়।

ওসি আরও বলেন, সকাল ৬টায় ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহ স্টেশন থেকে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, রাতের অন্ধকার সুযোগে একদল দুর্বৃত্ত গানপাউডার ও পেট্রোল ছিটিয়ে বগিতে আগুন দেয়। এসময় আরএনবির তিন সদস্য কাছাকাছি এক দুর্বৃত্তকে দেখতে পেয়ে ধাওয়া করেন, কিন্তু পালিয়ে যায়। পরে সদস্যরা নিজেদের পরিহিত জ্যাকেট পানিতে ভিজিয়ে আগুনের ওপর চাপা দেন এবং পানি ছিটিয়ে আগুন নেভান।

তিনি জানান, বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনাস্থলে বগির কয়েকটি সিট পুড়ে গেছে। আরও কয়েকটি সিটে গানপাউডারজাতীয় মিশ্রণ এবং পেট্রোল ঢালার চিহ্ন পাওয়া গেছে, যা দিয়ে দ্রুত আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com