নারী-শিশুর পাশে দাঁড়াতে হবে, সবাইকে নির্দেশ উপদেষ্টার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৮ পিএম

নারী-শিশুর পাশে দাঁড়াতে হবে, সবাইকে নির্দেশ উপদেষ্টার

নারী-শিশুর পাশে দাঁড়াতে হবে, সবাইকে নির্দেশ উপদেষ্টার

নারী ও শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়তে কুইক রেসপন্স টিমের মাধ্যমে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের পাশে থাকার উদ্যোগ নেয়া হবে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, “২৪ জুলাই ঘটে যাওয়া ঘটনাগুলো বাংলাদেশকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনবে না। ২৪ জুলাই বহু শিশু প্রাণ দিয়েছে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা দুর্নীতি ও কাজের অসচেতনতার বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সচেষ্ট হতে হবে।”

তিনি আরও বলেন, “২৪ জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ৭০ শতাংশ মেয়েরা ছেলেদের পাশে থেকে যুদ্ধ করেছে। অনেক মেয়ে এই অভ্যুত্থানের সময় অঙ্গহানি হয়েছে, বঞ্চিত হয়েছে এবং সামাজিক লাজ-লজ্জার ভয়ে আড়াল হয়ে গেছে। এ সমস্ত মেয়েদেরকে আলোর পথে ফিরিয়ে আনতেই আমাদের কাজ। এজন্য আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করে, যার যার জায়গা থেকে কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে দক্ষতার সঙ্গে কাজ করবে।”

মতবিনিময় সভায় নব যোগদানকৃত মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা, পরিচালক (যুগ্ম সচিব) নাইমা হোসেন, জাতীয় প্রকল্প পরিচালক (গ্রিন ক্লাইমেন্ট কান্ড) অতিরিক্ত সচিব মোঃ আব্দুল হাই আল মাহমুদ, অতিরিক্ত পরিচালক মোঃ মনির হোসেন, উপপরিচালক, গবেষণা কর্মকর্তা, সহকারী পরিচালকসহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, “সরকারি কর্মচারীরা জনগণের সেবক। কাজের মান, গতি এবং সময়ানুবর্তিতা দেখে আমি অসন্তুষ্ট। এই মন্ত্রণালয় রাষ্ট্রের একটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করছে। তাই মন্ত্রণালয়ের কাজকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে হলে প্রত্যেককে আরও আন্তরিক ও নিয়মমাফিকভাবে কাজ করতে হবে।”

তিনি মহাপরিচালককে দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্মচারীদের রুলস অফ বিজনেস ও কর্মচারী আইন-নিয়ম অনুযায়ী তিন বছরের অধিক চাকুরিকালে বদলির পরামর্শ দেন। পাশাপাশি দক্ষ কর্মচারীদের সঠিক কাজে নিয়োগ দিতে নির্দেশ দেন এবং বলেন, “কোনও কর্মচারী ১০ বছর ধরে এমনভাবে বসবাস করতে পারবে না যাতে শিকড় গাড়তে পারে।”

উপদেষ্টা কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, প্রশিক্ষণ, পোশাক পরিচ্ছদ এবং প্লাস্টিক ব্যবহার না করে প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলার পরামর্শও দেন।

এর আগে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের চত্বরে যত্রতত্র অবস্থানরত অবকাঠামো পরিষ্কার ও পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছিলেন।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com