|
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ, চাঁদের হিসাবের আভাস
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ, চাঁদের হিসাবের আভাস এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরির রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। তবে তিনি সতর্ক করেছেন, সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা চ্যালেঞ্জিং হতে পারে। যদি পরদিন সন্ধ্যায় চাঁদ দৃশ্যমান হয়, তবে রমজান মাস শুরু হবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, এবারের রমজান মাস ৩০ দিনের হতে পারে। ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সকালে ঈদের নামাজের মাধ্যমে দিনটি শুরু হয়, এরপর বিশেষ খাবার, নতুন পোশাক, পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং দান-খয়রাতসহ নানা আয়োজনে উৎসব উদযাপন করা হয়। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |