বাংলাদেশিরা এবার সহজে পাবেন ভারতীয় বিজনেস ভিসা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৪৪ পিএম

বাংলাদেশিরা এবার সহজে পাবেন ভারতীয় বিজনেস ভিসা

বাংলাদেশিরা এবার সহজে পাবেন ভারতীয় বিজনেস ভিসা

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যু কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তিনি বলেন, জরুরি ভিসা আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়াজাত করা হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান-বিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’–এ হাইকমিশনার এ তথ্য জানান।

প্রণয় ভার্মা বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সীমিত সংখ্যক কর্মী দিয়ে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে। জরুরি ভিসা আবেদনগুলো আমরা দ্রুত প্রক্রিয়াজাত করার চেষ্টা করছি।”

প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও জানান হাইকমিশনার।

উল্লেখ্য, ভারতের বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল মেলা CPHI-PMEIC India 2025-এ বাংলাদেশের অংশগ্রহণকে সামনে রেখে ফার্মা কানেক্ট-এর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।




ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com