১১১মানিকগঞ্জ প্রতিনিধ২২২
মানিকগঞ্জে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে দাশড়া নবজাগরণ সংসদ। শনিবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা জেপি স্পোর্টিং ক্লাবকে ৩ রানে পরাজিত করে। টস জিতে দাশড়া নবজাগরণ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান করে। জবাবে ১৪৭ রানে থামে জেপি স্পোর্টিং।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট আবদুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব-কমিটির আহŸায়ক গোলাম ছারোয়ার ছানু, সদস্য-সচিব প্রদীপ কুমার শিকদার রিপন, স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান যোবায়ের, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শামীম মিয়া প্রমুখ।
খেলা পরিচালনা করেন বিসিবির আম্পায়ার মোজাম্মিল হাবিবুল্লাহ, মো. আসলাম এবং স্কোরারের দায়িত্ব পালন করে মো. প্লাবন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই লিগে অংশ নেয় ১০টি দল।