সলঙ্গায় বইমেলায় অশ্লীল নৃত্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৯ পিএম

সলঙ্গায় বইমেলায় অশ্লীল নৃত্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সলঙ্গায় বইমেলায় অশ্লীল নৃত্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের সলঙ্গায় বইমেলায় অশ্লীল নৃত্য পরিবেশনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মুসল্লিরা।  

শুক্রবার জুমার নামাজ শেষে সলঙ্গা ডিগ্রি কলেজ মসজিদ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা পর্যন্ত যায়।  

জানা গেছে, মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সলঙ্গা থানার সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে "জাতীয়তাবাদী পরিবার" ব্যানারে গত সোমবার বিকেলে বইমেলা শুরু হয়।  

মেলা উদ্বোধনের পর সাংস্কৃতিক সন্ধ্যায় খোলামেলা ও অশ্লীল নৃত্য পরিবেশিত হওয়ায় শিক্ষিত সমাজ ও এলাকার সচেতন মহল হতবিহ্বল হয়ে পড়ে। মুহূর্তেই ওই নৃত্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে।  

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বইমেলার মতো শিক্ষামূলক আয়োজনের সাথে অশ্লীল নৃত্য কোনোভাবেই মানানসই নয়। আয়োজক কমিটির শিশু-কিশোরদের কথা বিবেচনা করা উচিত ছিল। এ ধরনের অসামাজিক কার্যকলাপ ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।  

তারা আরও অভিযোগ করেন, বইমেলায় ২৬-৩০টি স্টলের মধ্যে মাত্র ৬-৭টি বইয়ের স্টল রয়েছে, বাকি স্টলগুলো খাবার ও খেলনার দোকানে পরিণত হয়েছে। এতে বইমেলার চেয়ে বাণিজ্য মেলার আবহ বেশি লক্ষ্য করা যাচ্ছে। তদুপরি, অনুমোদনবিহীন লটারি পরিচালনার অভিযোগও উঠেছে, যা শিশু-কিশোরদের জন্য ক্ষতিকর বলে মনে করছেন স্থানীয়রা।  

একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, মেলা পরিচালনার জন্য সলঙ্গা ডিগ্রি কলেজ মসজিদ থেকে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়। তবে মেলা কমিটির এমন বেহায়াপনা ও অশ্লীল নাচ-গানের আয়োজন স্থানীয় মুসল্লিদের ক্ষুব্ধ করে তোলে, যার পরিপ্রেক্ষিতেই তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।  


এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি ও সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশিদ হিরনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।



ডেল্টা টাইমস/জাকির/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com