করাচিতে বাংলাদেশ উপ-হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() করাচিতে বাংলাদেশ উপ-হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন বুধবার (২৪ সেপ্টেম্বর) এক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করাচিতে নিযুক্ত উপ-হাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাসীদের আধুনিক ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ই-পাসপোর্টের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আরও দ্রুত ও সহজে কনস্যুলার সেবা পাবেন। হাইকমিশনার ইকবাল হোসেন খান বলেন, পাকিস্তানে বসবাসরত প্রবাসীদের মাঝে ই-পাসপোর্ট সেবা ব্যাপক সাড়া ফেলেছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ই-পাসপোর্ট কার্যক্রমের মাধ্যমে করাচিতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা সহজতর হলো, পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের পারস্পরিক সংযোগে নতুন দিগন্তের সূচনা ঘটল। অনুষ্ঠানে উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |