মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান, অভিবাসী ও নিয়োগকর্তাসহ আটক ৩১
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান, অভিবাসী ও নিয়োগকর্তাসহ আটক ৩১ সারাওয়াক জেআইএমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অপ্স সাপু, অপ্স মাহির, অপ্স বেলাঞ্জা ও অপ্স সেলেরা নামের চারটি সমন্বিত অভিযানে ১৪ জন কর্মকর্তা অংশ নেন। এসময় পাঁচটি স্থানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৩৯ জনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ৩০ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও পাঁচজন নারী। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিজিট পাসের অপব্যবহারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |