বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর অভিষেক ও বাংলা মেলা অনুষ্ঠিত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর অভিষেক ও বাংলা মেলা অনুষ্ঠিত ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় জমকালো আয়োজনে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার প্রধান লায়লা মুনতাজেরী দিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি রাসেল আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ এবং তরুণ ব্যবসায়ী ইমন আহমেদসহ আরও অনেকে। এ আয়োজনে শাহ্ আলম কাজলকে সভাপতি, আবদুল আলিমকে সাধারণ সম্পাদক এবং মোশাররফ হোসেন কিরনকে প্রধান উপদেষ্টা করে ৬৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। একে একে ফুল দিয়ে নবনির্বাচিত সদস্যদের বরণ করে নেন উপস্থিত অতিথিরা। অভিষেকের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পর্তুগালের স্থানীয় শিল্পীরা পরিবেশনা করার পাশাপাশি লন্ডন থেকে আগত অতিথি শিল্পীরাও দর্শকদের মুগ্ধ করেন। নবগঠিত কমিটির সদস্যরা হলেন দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন কোষাধ্যক্ষ আবু সালেহ ঈমন প্রচার সম্পাদক আরাফাত হোসেন। এছাড়া শরীফুল ইসলাম, শাহ জামাল আজাদ, আবুল কালাম আজাদ, মনির হোসেন, মোহাম্মদ আলম টিপু, বেলাল হোসেন, শহীদ মাষ্টার, দেলোয়ার হোসেন, মাসুম রহমান, ইমন সাহা, আরাফাত রহমান, সাইফুল ইসলাম, আল-মামুন সরকারসহ আরও অনেকে কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা এই অভিষেক অনুষ্ঠান এবং বাংলা মেলা প্রবাস জীবনে এক নতুন উদ্দীপনা ও সাংস্কৃতিক বন্ধনের সেতুবন্ধন রচনা করল। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |