রউফের জরিমানা পরিশোধ করবেন পিসিবি প্রধান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() রউফের জরিমানা পরিশোধ করবেন পিসিবি প্রধান পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোর খবরে বলা হয়েছে, নাকভি—যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান- রউফের পাশে দাঁড়িয়েছেন। ঘটনাটা ঘটেছে ২১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে। তাতে ৬ উইকেটে হারে পাকিস্তান। ওই ম্যাচেই রউফকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। তিনি ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা ও শুভমন গিলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এছাড়া বাউন্ডারি লাইনের কাছে দর্শকদের উদ্দেশে যুদ্ধবিমান চালানোর ভঙ্গি করে ‘৬-০’ ইশারা করতেও দেখা যায় তাকে। ‘যুদ্ধবিমান’ ভঙ্গি এবং ‘৬-০’ ইশারার পেছনে রয়েছে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষাপট। পাকিস্তানি ওপেনার শাহেবজাদা ফারহানও বিতর্কিত উদযাপনে অংশ নেন। যে ঘটনায় তাকেও আইসিসি সতর্কবার্তা দিয়েছে। দুটি ঘটনার পরই অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |