কোচ কাঞ্চন একাডেমির আয়োজনে
ঢাকায় অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
|
![]() ঢাকায় অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন সম্মেলনে সফল ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, কর্পোরেট লিডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজনেস মেন্টর, ইনফ্লুয়েন্সার ও ভিশনারি লিডারসহ নানা ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। দিনভর নানা সেশন, লার্নিং মডেল ও অভিজ্ঞতার বিনিময়ে এটি উদ্যোক্তাদের সবচেয়ে প্রাণবন্ত উৎসবে রূপ নেয়। ![]() ঢাকায় অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন সামিটটি দুই ভাগে অনুষ্ঠিত হয়। প্রথম ভাগে উদ্যোক্তাদের জন্য বিশেষ সেশন নেন কোচ কাঞ্চন। দ্বিতীয় ভাগে তিনি উন্মোচন করেন তার সপ্তম বই “মার্কেটিং ম্যাজিক”। বিশেষ বক্তব্যে কোচ কাঞ্চন ঘোষণা করেন এক মহৎ ভিশন—এক কোটি মানুষকে বিনামূল্যে হ্যাপিনেস ট্রেনিং প্রদান। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু উদ্যোক্তা তৈরি নয়, বরং একটি হ্যাপিয়ার, হেলদিয়ার ও বেটার ওয়ার্ল্ড গড়ে তোলা। উদ্যোক্তারা এগোলে গোটা জাতিই এগোয়।” তিনি আরও জানান, বাংলাদেশে ১০ লক্ষ দক্ষ উদ্যোক্তা তৈরির মিশন দিয়েই একাডেমির যাত্রা শুরু হয়েছিল, যা ইতোমধ্যেই বাস্তবে রূপ নিয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ এ একাডেমির লার্নিং কার্যক্রম থেকে উপকৃত হচ্ছেন। সম্মেলনের শেষ পর্বে বাংলাদেশের সবচেয়ে হাই-ভ্যালু উদ্যোক্তা কমিউনিটি “ব্রেইভ কমিউনিটি”-এর সদস্যরা তাদের অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করেন। কেউ ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে নতুন ব্যবসা দাঁড় করানোর গল্প বলেন, কেউ হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর কথা জানান। কেউ বা শূন্য থেকে কোটি টাকার ব্যবসা গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। আবেগঘন এই অংশটি উদ্যোক্তাদের জন্য হয়ে ওঠে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী। অংশগ্রহণকারীদের মতে, এটি ছিল তাদের উদ্যোক্তা জীবনের সবচেয়ে স্মরণীয়, শিক্ষণীয় ও ম্যাজিকাল অভিজ্ঞতা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই উদ্যোক্তা সম্মেলনে অংশ নিয়ে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে এমন আয়োজন সম্ভব হওয়ায় গর্ব অনুভব করেন। ডেল্টা টাইমস্/সিআর/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |