‘স্বাস্থ্যসেবায় শহর পিছিয়ে’ ডিআরইউর স্বাস্থ্য ক্যাম্পে মন্তব্য স্বাস্থ্য সচিবের
নিজস্ব প্রতিবেদক:
|
![]() ‘স্বাস্থ্যসেবায় শহর পিছিয়ে’ ডিআরইউর স্বাস্থ্য ক্যাম্পে মন্তব্য স্বাস্থ্য সচিবের সোমবার (৬ অক্টোবর) ডিআরইউ প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান। লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি শিশুদের ক্যান্সার ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা কর্মসূচি, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি রোগী শনাক্ত করে পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য পৃথক কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং সরকারি হাসপাতাল বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে সাংবাদিকদের নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়ার দাবি জানায় ডিআরইউ। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেন, “আমরা শহরে (আরবান এলাকায়) স্বাস্থ্যসেবা দিতে পারি না। প্রাথমিক স্বাস্থ্যসেবা এখনো অনেক দুর্বল। আমরা গণপূর্ত অধিদপ্তরের কাছে কিছু জমি চেয়েছি—প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে এই ঘাটতি কাটিয়ে উঠতে চেষ্টা করছি।” সাংবাদিকদের দাবির জবাবে তিনি আরও বলেন, “আপনারা বলেছেন আমার অনেক ক্ষমতা আছে, কিন্তু আমি একে ক্ষমতা মনে করি না—এটি দায়িত্ব। আমরা দায়িত্ব পালনে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ। আপনারা নিবন্ধিত হলে আমাদের পক্ষে অনুদান দেওয়া সহজ হবে। অন্যান্য দাবিগুলোও প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হবে।” তিনি লায়ন্স ক্লাবের সহযোগিতায় এ আয়োজনের প্রশংসা করে বলেন, “দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য একা সরকারের পক্ষে সব সেবা দেওয়া সম্ভব নয়। এনজিওগুলো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায়ও আমরা এনজিওগুলোর সহায়তা পেয়েছি।” নিজের অভিজ্ঞতার প্রসঙ্গে স্বাস্থ্য সচিব বলেন, “আমার অনেক কিছু আছে, কিন্তু সুস্থতা নেই। নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, খাদ্যাভ্যাসে সচেতন হতে হবে। পদ-পদবির কারণে অহংকার করা উচিত নয়—সুখ আসে মন থেকে। অনেক ধনীও সুখী নয়, আবার অনেকে সীমিত আয়েও তৃপ্ত ও শান্তিতে থাকে।” সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুই হাজার সদস্য রয়েছেন। সদস্যদের বিনামূল্যে পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণে সহায়তার জন্য লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাংবাদিকদের পেশাগত সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য সচেতনও হতে হবে—তাহলেই আমরা অনেক রোগ থেকে বাঁচতে পারব।” ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “সাংবাদিকদের চক্ষু চিকিৎসা অত্যন্ত জরুরি। দীর্ঘ সময় কম্পিউটার, মোবাইল ও ক্যামেরার সামনে কাজের কারণে চোখের ক্লান্তি, ঝাপসা দেখা, চোখ জ্বালা, মাথাব্যথা ও দৃষ্টিশক্তি হ্রাসের সমস্যা বাড়ছে। তাই সদস্যদের কথা চিন্তা করেই প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ কল্যাণ সম্পাদক রফিক মৃধা। আরও বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়ালের পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসের প্রেসিডেন্ট মো. রিয়াসাত ইসলাম, ডিআরইউর সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, সিনিয়র সদস্য সুকুমার সরকার ও আসিফ শওকত কল্লোল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর নারী সম্পাদক রোজিনা রোজী, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান এবং কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির)। ডেল্টা টাইমস্/সিআর/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |