দুর্গাপূজায় গণমাধ্যমে ছুটি চাইলেন সাংবাদিকরা, তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক:
|
![]() দুর্গাপূজায় গণমাধ্যমে ছুটি চাইলেন সাংবাদিকরা, তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি রোববার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সংগঠনটির সদস্য সচিব মো: মিয়া হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: মাহফুজ আলমের দপ্তরে জমা দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সরকার দুর্গাপূজার দিনে ১ ও ২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে। ছুটির সাথে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিত হলে মোট চারদিন ছুটি হয়। তবে গণমাধ্যমের সাংবাদিকরা একদিনও ছুটি পান না। সরকারি নির্দেশ না থাকায় গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে ছুটি প্রদান করেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় কাজ করালে যথাযথ পারিশ্রমিকও দেন না। এ পরিস্থিতিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার সুরক্ষার জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে: ১. দুর্গাপূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে গণমাধ্যমে দুইদিনের ছুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা। ২. ছুটির দিনে যদি কোনো গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হয়, তবে সেই সময়ের জন্য দ্বিগুণ মজুরি নগদে প্রদান নিশ্চিত করার নির্দেশ প্রদান। ডেল্টা টাইমস্/সিআর/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |