টেকনাফে পাহাড়ে আটকে রাখা নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() টেকনাফে পাহাড়ে আটকে রাখা নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের জন্য একদল পাচারকারী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় নারী-শিশুসহ বেশ কয়েকজনকে আটকে রেখেছে। এ তথ্য পেয়ে শুক্রবার ভোরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৮ নারী, ১২ পুরুষ, আট শিশুসহ মোট ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় পাচারকারী অভিযোগে দু’জনকে আটক করা হয়। ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ি আস্তানায় আটকে রেখে নির্যাতন চালাচ্ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |