আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে বাংলাদেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে বাংলাদেশ আজ রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। যেখানে জয় পেলেই আফগানদের হোয়াইটওয়াশ করবে টাইগাররা। টানা দুই জয়ে এরই মাঝে সিরিজ জয় নিশ্চিত করেছে জাকের আলীর দল। একদিকে বাংলাদেশ নামবে আরও একটি জয়ের খোঁজে। অন্যদিকে আফগানিস্তানের চাওয়া একটি জয়। যেহেতু এরই মধ্যে সিরিজ জেতা হয়ে গেছে, শেষ ম্যাচে একাদশে রদবদল করতে পারে টাওগাররা। শুরুর দুই ম্যাচে সুযোগ না পাওয়া শেখ মাহেদী হাসান একাদশে ঢুকে যেতে পারেন। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে যেতে পারেন রিশাদ হোসেন। এছাড়া পেস ইউনিটে মুস্তাফিজুর রহমানকে বসিয়ে খেলানো হতে পারে তানজিম হাসান সাকিবকে। আবার ব্যাটিং ইউনিটে প্রথম ম্যাচে দারুণভাবে ক্লিক করেছিল তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জুটি। দ্বিতীয় ম্যাচে আবার উল্টো পথে হাঁটেন তানজিদ-ইমন। তবে তৃতীয় ম্যাচেও ওপেনিংয়ে এই জুটির উপরেই আস্থা রাখতে পারে বাংলাদেশ। তিনে সাইফ হাসান, চারে অধিনায়ক জাকের আলী অনিকের খেলাও প্রায় নিশ্চিত। পাঁচে শামীম হোসেন পাটোয়ারী এবং ছয় নম্বরে শুরুর দুই ম্যাচের নায়ক নুরুল হাসান সোহানের খেলাও প্রায় নিশ্চিত। ফিনিশিংয়ে দলের বড় ভরসা হওয়ার পথে রয়েছেন সোহান। শুরুর দুই ম্যাচে খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন তিনি। স্পিন ইউনিটে মাহেদীর সাথে জুটি বাঁধতে পারেন নাসুম আহমেদ। সাথে থাকতে পারেন ৩ পেসার - তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ: আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, ডারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই। বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |