দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার সোমবার (৬ অক্টোবর) ভোররাতে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মেজর সুমন দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান এবং কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার বড় ছেলে। তিনি দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, দাউদকান্দিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ ৪টি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী সুমন। তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন এ খবর পেয়ে মডেল থানা পুলিশ ঢাকায় যায়। পরে গুলশান থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ওসি জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনটি হত্যাসহ চারটি মামলার আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে ঢাকার গুলশান পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরের মধ্যে তাকে সব মামলার কাগজপত্রসহ কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |