র্যাম্পে হাঁটলে ফ্যাশন দুনিয়ায় সাড়া ফেলবেন নরেন্দ্র মোদি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কঙ্গনা রনৌত গত শুক্রবার দিল্লির একটি ফ্যাশন শো-তে অংশ নেন কঙ্গনা। তিনি শো-স্টপার ছিলেন। ফ্যাশন শো একবারেই ভিন্ন সাজে র্যাম্পে হাঁটেন এই তারকা। শো-তে তাকে প্রশ্ন করা হয়, রাজনীতির জগৎ থেকে কে সবচেয়ে ভাল র্যাম্পে হাঁটতে পারবেন? না ভেবেই কঙ্গনা বলেন, ‘অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী। তিনি অসাধারণ হাঁটবেন র্যাম্পে। উনার স্টাইল অসাধারণ।’ শুধুই পোশাক-আশাকের জন্য নয়, ব্যক্তিত্ব ও আদবকায়দার জন্যই ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করতে সক্ষম হবেন নরেন্দ্র মোদি বলে মনে করেন এই বলিউড তারকা। ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে কঙ্গনা বলেন, ‘সব কিছু নিয়েই খুব সজাগ থাকেন উনি। শুধুই রাজনীতি নিয়ে নয়, সমাজের সব কিছু নিয়ে অবগত । তাই আমি মনে করি, ফ্যাশন শো-তে তিনি দারুণ ‘শো-স্টপার’ হতে পারেন।’ দিল্লিতে পোশাকশিল্পী রাহুলের বিয়ের গহনাকে কেন্দ্র করে একটি ফ্যাশন শো-তে যোগ দেন কঙ্গনা। অভিনেত্রী এই দিন পরেছিলেন আইভরি রঙের একটি এমব্রয়ডারি করা শাড়ি, ম্যাচিং ব্লাউজ। সঙ্গে ছিল ভারী সোনার গহনা। বহুবছর পর তিনি র্যাম্পে হাঁটলেন। কঙ্গনাকে এই রূপে দেখে মুগ্ধ তার ভক্তরা। ভক্তদের মনে পড়ে ‘ফ্যাশন’ সিনেমার কথা। সেই ছবিতে র্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। ‘ফ্যাশন’ সিনেমায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। এক নেটিজেন লেখেন, ‘অসাধারণ! কঙ্গনাকে নিয়ে কোনো কথা হবে না’! আরেকজন লেখেন, ‘র্যাম্পে ওয়াকে কেউ তাকে হারাতে পারবে না! ওয়ান্স আ কুইন, অলওয়েজ আ কুইন’। উল্লেখ্য, কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’। এর পাশাপাশি রাজনীতির জগতেও ব্যস্ত তিনি। ২০২৪-এর বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন তিনি। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |