অল্প সময়ে ঘরেই বানান চকোলেট মুজ কেক
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() অল্প সময়ে ঘরেই বানান চকোলেট মুজ কেক উপকরণ: ময়দা ৬০ গ্রাম, ডিম ১টি, কোকো পাউডার ২০ গ্রাম, বেকিং পাউডার ১/২ চা–চামচ, বেকিং সোডা ১/৪ চা চামচ, চিনি ১২০ গ্রাম, সয়াবিন তেল ৩৫ গ্রাম, ঘন দুধ ৩/৪ টেবিল চামচ, চকলেট ইমালশন ১/২ চা–চামচ। প্রস্তুত প্রণালি: প্রথমে সব শুকনো উপকরণ ছাঁকনিতে চেলে নিতে হবে। একে একে সব উপকরণ একটি বোলে নিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ মেশাবেন। একটি কেক মোল্ড নিয়ে তাতে তেল মাখিয়ে নিন। চাইলে ওভেন প্রুফ বাটিতেও কেকটি সেট করে নেওয়া যাবে। ইলেকট্রিক ওভেন ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট প্রিহিট করে নিতে হবে। কেকটি ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৩০ থেকে ৪০ মিনিট বেক করতে হবে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |