কিডনি দান করেও গোমেজের বিয়েতে দাওয়াত পাননি সেই বান্ধবী!
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() কিডনি দান করেও গোমেজের বিয়েতে দাওয়াত পাননি সেই বান্ধবী! আর সেলেনার বিয়ের সংবাদে উচ্ছ্বসিত তার পরিবার, বন্ধু থেকে শুরু করে অনুরাগীরা। তবে একজন এই বিয়েতে বরং কষ্টই পেয়েছেন। তিনি সেলেনা গোমেজের বন্ধু, যিনি কিডনি দিয়ে গোমেজের জীবন বাঁচিয়েছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে এই সংবাদ। যিনি একসময় নিজের কিডনি দান করে সেলেনার জীবন বাঁচিয়েছিলেন, সেই ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা এবার নাকি বিয়ের দাওয়াতই পাননি! এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তোপের মুখে পড়েছেন বিশ্বখ্যাত পপস্টার সেলেনা। সালটা ২০১৭, লুপাসজনিত জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন করতে হয় সেলেনা গোমেজকে। তখন তার জীবন বাঁচাতে বন্ধুত্বের এক অনন্য নজির স্থাপন করেন অভিনেত্রী ফ্রান্সিয়া রাইসা নিজের একটি কিডনি দান করে সেলেনার প্রাণ ফিরিয়ে দেন তিনি। কিন্তু সেই বন্ধুত্ব যেন আর আগের মতো নেই! গোমেজ ও রাইসার দুরত্বের ঘটনাটি প্রকাশ্যে আসে গোমেজের বিয়ের কয়েকদিনেই। গোমেজের বিয়েতে অনুপস্থিত থাকার বিষয়টি রাইসার পোস্টগুলোর কারণে স্পষ্ট হয়। কারণ, সেই বিয়েতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন হাই-প্রোফাইল অতিথি, যাদের মধ্যে ছিলেন টেইলর সুইফট, এড শিরান, এসজেডএ এবং ক্যামিলা কাবেলো। গোমেজের ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্টও উপস্থিত ছিলেন এবং শোনা যায়, তারা বক্তৃতাও দিয়েছেন। পিপল এবং ইনস্টাইলসহ বিভিন্ন সংবাদমাধ্যম অতিথিদের তথ্য ও ছবি প্রকাশ করেছে, তবে কোথাও রাইসার নাম উল্লেখ করা হয়নি। রাইসার অনুপস্থিতি চোখে পড়েছে অনুরাগীদেরও। রাইসা ইনস্টাগ্রামে গোমেজের বিয়ের গোটা সপ্তাহজুড়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন। তবে গোমেজ বা তার বিয়ে সম্পর্কিত কোনো পোস্ট দেখা যায়নি তার অ্যাকাউন্ট থেকে। বিয়ের দিন তিনি কোরিওগ্রাফার সাশা ফারবারের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করেছেন, যা ইঙ্গিত দেয় তিনি তখন অন্য কোথাও ছিলেন। তার অনুপস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা হয়তো ইঙ্গিত করে যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, যদিও এই বিষয়ে রাইসা কিংবা গোমেজ কেউই নির্ভরযোগ্য কোনো তথ্য দেয়নি গণমাধ্যমে। এদিকে, গোমেজ তার বিয়েতে ফ্রান্সিয়া রাইসাকে দাওয়াত করেননি এমন সংবাদ ছড়িয়ে পড়তেই সেলেনা গোমেজের ওপর ক্ষোভ প্রকাশ করছেন অনুরাগীরাও। অনেকে মন্তব্য করছেন, “যে বন্ধু নিজের শরীরের অঙ্গ দান করেছিল, তাকে ভুলে যাওয়া অকৃতজ্ঞতার পরিচয়।” আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানিয়েছে, সেলেনার বিয়ের অতিথি তালিকায় সত্যিই ফ্রান্সিয়া রাইসার নাম ছিল না। বিষয়টি নিয়ে সেলেনা গোমেজের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় দুই তারকার বন্ধুত্বে ভাঙন ধরেছে কি না, তা নিয়েও চলছে নানা গুঞ্জন। অনেকে মনে করছেন, বন্ধুত্বের এই সম্পর্ক পুনরায় মেরামত হওয়া এখন বেশ কঠিন। আবার কেউ কেউ বলছেন, কোনো কিছু নিশ্চিত না হয়ে কোনো পরিণতি ভেবে নেওয়াও ঠিক নয়। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |