আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের সর্বশেষ আট ওয়ানডের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চেয়েছিলেন আফগানদের বিপক্ষে সিরিজ দিয়ে সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে, কিন্তু ব্যাটিং ব্যর্থতাই আবারও কাল হলো। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায়নি বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় দলীয় সংগ্রহ থমকে যায় শুরুতেই। তাওহিদ হৃদয় ও মেহেদী মিরাজের ১০১ রানের চতুর্থ উইকেট জুটি কিছুটা আশা জাগালেও ইনিংস বড় করতে পারেননি কেউই। ৫৬ রান করে রান আউট হন হৃদয়, এরপর ৬০ রানে ফেরেন মিরাজও। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ৩ উইকেট নিয়ে নিজের ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। সমান ৩ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই, যিনি শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলে দেন। এছাড়া গানজাফর পান ২টি এবং খারোটে শিকার করেন ১টি উইকেট। জবাবে আফগানিস্তান শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এগোয়। ওপেনিং জুটিতে ৫২ রান তোলেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এরপর রহমত শাহ ও গুরবাজের অর্ধশতক দলকে জয়ের পথে এগিয়ে নেয়। গুরবাজ ও রহমত দু’জনই সমান ৫০ রান করে আউট হলেও কাজ সহজ করে দিয়ে যান তারা। শেষদিকে অধিনায়ক শহিদী (নটআউট ৩৩) ও আজমতউল্লাহ ওমরজাই (৪৪) দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব তিন উইকেট নিলেও তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ ছিলেন ব্যর্থ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে পড়ল বাংলাদেশ। এখন সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই মিরাজদের সামনে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |