টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১:১০ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ১:১৬ পিএম

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

টানা তিন অ্যাওয়ে ওয়ানডে সিরিজ হার তো শুধু নয়। তিন সিরিজের নয় ম্যাচে জয় মাত্র একটি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ মেহেদী মিরাজের দল। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হয়েছে।

বাংলাদেশ সিরিজের প্রথম এই ওয়ানডে ম্যাচের একাদশে নিয়েছে সৌম্য সরকারকে। তার সঙ্গে ওপেনিং করবেন সাইফ হাসান। মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হয়েছে। তাওহীদ হৃদয় আছেন একাদশে। জাকের আলীকে বাদ দেওয়া হয়েছে। পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

মিরপুরের উইকেটের ‘ডাক্তার’ করে আনা হয়েছে টমি হেমিংকে। গামিনি ডি সিলভার জায়গায় দায়িত্ব পেয়ে কালো মাটির উইকেট বানিয়েছেন তিনি। যা ঘিরে তৈরি হয়েছে রহস্য। হেমিংয়ের মুখের কথায় উইকেট স্পিন সহায়ক এমন বিশ্বাস নিয়ে নামছে বাংলাদেশ। 

ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি রহস্যে আটকা থাকলেও ধরে নিচ্ছেন অন্য আর দু-চারটা উপমহাদেশের উইকেটের মতো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কালো মাটির এই উইকেটও স্পিন সহায়কই হবে। যদিও উইকেট দেখে বেশ বিস্ময়ই প্রকাশ করেছেন তিনি, ‘এমন উইকেট আগে দেখিনি।’ 

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com