তাওবা করলে কি আল্লাহ অতীতের পাপ ক্ষমা করেন?
মুফতি মাওলানা শামীম আহমেদ:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:১৫ পিএম

তাওবা করলে কি আল্লাহ অতীতের পাপ ক্ষমা করেন?

তাওবা করলে কি আল্লাহ অতীতের পাপ ক্ষমা করেন?

ইসলাম ধর্মে আল্লাহ তায়ালার এক মহান গুণ হলো—তিনি অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। মানুষ যত বড় অন্যায় বা পাপই করুক না কেন, যদি সে আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেন।

কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন—

    “হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।”
    (সূরা আয-যুমার, আয়াত ৫৩)

এই আয়াতটি আল্লাহর অশেষ রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন—‘সব গুনাহ ক্ষমা করবেন’—যদি বান্দা আন্তরিকভাবে তাঁর কাছে ফিরে আসে।

তবে তাওবা কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে:
 সত্যিকার অনুতাপ: পাপের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া।
পাপ ত্যাগ: যে পাপের জন্য তাওবা করা হচ্ছে, তা সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া।
পুনরায় না করার দৃঢ় অঙ্গীকার: ভবিষ্যতে আর সে কাজ না করার প্রতিজ্ঞা করা।
 মানুষের হক আদায়: কারও ক্ষতি করে থাকলে তা পূরণ করা।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—


    “যে তাওবা করে, সে এমন যেন তার কোনো পাপই ছিল না।”
    (ইবনে মাজাহ)

অতএব, তাওবা শুধু পাপ মোচনের উপায়ই নয়, বরং এটি মানুষকে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেয়। আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না—যতক্ষণ না মানুষ নিজেই সেই দরজায় কড়া নাড়ে।

আজ যদি তুমি অতীতের পাপ নিয়ে অনুতপ্ত হও, তবে দেরি না করে এখনই আল্লাহর দরবারে ফিরে যাও। আন্তরিক তাওবা করো—নিশ্চয়ই আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করবেন।


ডেল্টা টাইমস্/মুফতি মাওলানা শামীম আহমেদ/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com