|
স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ—একজন মুসলমানের পরিচয়
মুফতি মাওলানা শামীম আহমেদ:
|
![]() স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ—একজন মুসলমানের পরিচয় পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—“তোমরা তাদের সঙ্গে সদ্ব্যবহার করো।” (সূরা নিসা: ১৯) রাসূলুল্লাহ (সা.) বলেছেন—“তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের সঙ্গে সবচেয়ে উত্তম আচরণ করি।” (তিরমিজি) বর্তমান সমাজে অনেক সময় দেখা যায় অহংকার, অবহেলা ও কঠোরতার কারণে সংসারে অশান্তি জন্মায়। নবী করিম (সা.) আমাদের শিখিয়েছেন—হাসিমুখে কথা বলা, সহানুভূতি দেখানো এবং পরস্পরের প্রতি ধৈর্য ধারণ করা ইবাদতেরই অংশ। একজন মুসলমানের উচিত—স্ত্রীর প্রতি ন্যায় ও দয়া প্রদর্শন করা,তার পরিশ্রম ও অবদানের কদর করা,ভুল হলে ক্ষমা করা, এবংসব বিষয়ে পারস্পরিক পরামর্শ করা। যে স্বামী স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করে, সে শুধু সংসারে নয়, আল্লাহর কাছেও সম্মানিত হয়। কারণ উত্তম চরিত্রই প্রকৃত মুসলমানের অলঙ্কার। লেখক : ধর্মীয় আলোচক, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ডেল্টা টাইমস্/মুফতি মাওলানা শামীম আহমেদ/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |