|
স্বাতন্ত্র্য ও অনুকরণ: ইসলামের দৃষ্টিতে জীবন ও মূল্যবোধ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() স্বাতন্ত্র্য ও অনুকরণ: ইসলামের দৃষ্টিতে জীবন ও মূল্যবোধ তাহলে কেন তাদের স্বভাব ও রুচি একই রকম হবে? আল্লাহ আপনাকে অনন্য বৈশিষ্ট্য দান করেছেন। অতীতে কেউই আপনার মতো ছিল না এবং ভবিষ্যতেও কেউই আপনার মতো হবে না। অন্য সবার থেকে আপনি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সুতরাং অন্যকে অনুকরণ ও নকল করার মানসিকতা নিজের ওপর জোর করে চাপিয়ে দেবেন না। নিজের স্বভাব ও প্রবণতা অনুসারেই সামনে এগিয়ে চলুন। হ্যাঁ আপনার স্বভাব-চরিত্র যদি ইসলামের দৃষ্টিতে উত্তীর্ণ ও গ্রহণযোগ্য হয়, তবেই আপনি নিজের বৈশিষ্ট্য ও স্বভাবে অটল থাকবেন; নতুবা ইসলামের নির্দেশনা হলো সৎ ও নেককার মানুষের অনুকরণ ও অনুসরণ করা। অন্যের অনুকরণ ও অনুসরণের ক্ষেত্রে আরেকটি সতর্কতার দিক হলো অমুসলিমদের রীতি-নীতি অনুসরণ করা এবং পাপিষ্ঠ মানুষের পথ ধরে হাঁটা। ইসলামের দৃষ্টিতে এটা অগ্রহণযোগ্য। আল্লাহ মুসলিম জাতিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে মণ্ডিত করেছেন। ইরশাদ হয়েছে, ‘প্রতিটি দলের লোকই নিজ নিজ পান-স্থান চিনে নিয়েছিল।’ (সুরা : বাকারাহ, আয়াত : ৬০) অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘প্রত্যেকেরই একটি দিক আছে, সেদিকে সে মুখ করে। অতএব, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৪৮) অনেকে নিজের অবয়ব ও শারীরিক অবকাঠামো নিয়ে হীনম্মন্যতায় ভোগেন। আপনাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে সেভাবেই থাকুন এবং আপনার কণ্ঠস্বর ও ভাষায় পরিবর্তন আনবেন না। আপনার চোখ, নাক, ভ্রু ও চুল যেভাবে আছে তাই সুন্দর; বরং আপনি কোরআন ও হাদিস অনুসারে নিজের ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হন। কেননা ব্যক্তিত্বের সৌন্দর্যই মানুষের প্রকৃত সৌন্দর্য। অন্যের অনুকরণ করে ও নিজের স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য হারিয়ে ফেলবেন না। আপনার রুচি ও পছন্দ একান্ত আপনারই। আপনাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, সেভাবেই আপনি চমৎকার। নবী করিম (সা.) বলেছেন, আর তোমাদের কেউ যেন অন্যের অনুকরণকারী না হয়। চরিত্র, ধর্ম ও গুণের বিচারে মানবজাতি গাছপালার মতো : টক-মিষ্টি, লম্বা-খাটো ইত্যাদি। গাছপালা যেমন কোনোটি লম্বা হয় আবার কোনোটি খাটো হয়, মানুষও কেউ লম্বা হয়, কেউ খাটো হয়। গাছের ফল-পাতা, ছাল-বাকল বা শিকড় যেমন কোনোটি মিষ্টি আবার কোনোটি টক, মানুষও কেউ মিষ্টি পছন্দ করে আবার কেউ টক পছন্দ করে। সুতরাং আপনি খাটো, তাই লম্বা হওয়ার চেষ্টা করা অস্বাভাবিক ও কষ্টকর। অনুরূপভাবে আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু অন্যের অনুকরণে টক খেতে অভ্যস্ত হতে চাওয়া অস্বাভাবিক এবং আপনার জন্য কষ্টদায়ক। আপনার সৌন্দর্য ও ব্যঞ্জনা আপনার স্বাভাবিক অবস্থা বজায় রাখছে। সুতরাং অন্যের অনুকরণ করে অন্যের মতো হতে চেয়ে এগুলোর বিকৃতি সাধন করে ক্ষতিগ্রস্ত হবেন না। আমাদের বিভিন্ন বর্ণ, ভাষা, মেধা ও যোগ্যতা আমাদের শক্তিমান মহান স্রষ্টারই নিদর্শন; তাই এগুলোকে অস্বীকার করবেন না। ড. ওয়ায়েজ আল কারনির লা তাহজানের ছায়া অবলম্বনে ডেল্টা টাইমস্/ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |