|
সকালের অভ্যাস যা ভাবেন স্বাস্থ্যকর, কিন্তু আপনার জন্য বিপজ্জনক
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সংগৃহীত ছবি। চলুন, জেনে নিই— প্রথম ভুল—ঘুম থেকে উঠেই একাধিক গ্লাস পানি খাওয়া। বিশেষজ্ঞদের মতে, সকালবেলা ৩–৪ গ্লাস পানি খেলে পেটে থাকা প্রয়োজনীয় গ্যাস্ট্রিক অ্যাসিড দ্রুত পরিষ্কার হয়ে যায়। এই অ্যাসিড খাদ্য হজমে সাহায্য করে। বেশি পানি খেলে পেট ফেঁপে ওঠার সম্ভাবনাও থাকে। তাই ঘুম ভাঙার পর শুধু এক গ্লাস পানি যথেষ্ট, আর আধা ঘণ্টার মধ্যেই খাবার খাওয়া উচিত। দ্বিতীয় ভুল—ফলের রস খাওয়া। অনেকেই মনে করেন সকালে ফলের রস সবচেয়ে স্বাস্থ্যকর, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটা ভুল ধারণা। ফল চিবিয়ে খেলে ফাইবার শরীরে যায়, যা রক্তে শর্করা শোষণ ধীর করে। কিন্তু রসে ফাইবার থাকে না, তাই রক্তে শর্করা দ্রুত ওঠানামা করে। ফলে সাময়িক এনার্জি মিললেও তা দ্রুত কমে যায়। এ কারণে সকালে রসের বদলে প্রোটিনযুক্ত খাবার, যেমন প্রোটিন পাউডার বা পিনাট বাটার খাওয়া ভালো। তৃতীয় ভুল—খালি পেটে দৌড়ানো বা শরীরচর্চা করা। এতে শরীরে স্ট্রেস বাড়ে, শক্তি কমে যায়। তাই ব্যায়ামের আগে কিছু খাওয়া প্রয়োজন। চতুর্থ ভুল—চোখ খুলেই চা বা কফি খাওয়া। খালি পেটে চা–কফি অ্যাসিডিটি বাড়ায়, হজমে সমস্যা করে, মাথা ঘোরা বা বমিভাবও দেখা দিতে পারে। তাই সকালে আগে কিছু হালকা খাবার, যেমন বাদাম বা টোস্ট খেয়ে পরে চা–কফি নেওয়াই ভালো। সবশেষ ভুল—ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের নাম করে সকালের খাবার বাদ দেওয়া। বিশেষজ্ঞদের মতে, সকালের হজমশক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তাই ভরপেট খাবার সকালে খাওয়াই স্বাস্থ্যকর। সকাল থেকে না খেয়ে থাকার পর দুপুরে বেশি খেলে তা শরীরের জন্য উপকারী নয়। তাই ব্রেকফাস্ট বাদ দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। সঠিক সকালের নাশতা ও স্বাস্থ্যকর সকালবেলার অভ্যাসই হতে পারে সারাদিন ভালো থাকার মূল ভিত্তি। সূত্র : আজকাল ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |