|
শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে চিঠি, প্রক্রিয়া কতদূর?
নিজস্ব প্রতিবেদক:
|
![]() শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে চিঠি, প্রক্রিয়া কতদূর? মঙ্গলবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে এখনো চিঠি পাঠানো হয়নি, তবে চিঠি প্রস্তুত হচ্ছে। আজকেই পাঠানো হতে পারে। তবে চিঠির সঙ্গে রায়ের কোনো কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, শুধুমাত্র একটি নোট ভার্বালে রায়ের বিষয়টি জানিয়ে শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে। এরআগে, সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি এবং রাজসাক্ষী চৌধুর আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা হয়। রায়ে তিনটি অভিযোগের বিপরীতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দেয়া হয়। তবে বিচারিক প্রক্রিয়ায় সহায়তা এবং সত্য উন্মোচনে এগিয়ে আসায় সাবেক আইজিপিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে ওইদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেয়া হবে। অপর এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই- তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যার্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |